আজ আমরা শিখবো কিভাবে পাসওয়ার্ড লিস্ট মেক করা যাই টারম্যাক্স দিয়ে।
আমি যে টুলস দিয়ে পাসওয়ার্ড লিস্ট তৈরী করে দেখাতে যাচ্ছি এটার নাম CRUNCH .
এটা খুব জনপ্রিয় লিনাক্সের টুলস, প্রফেশনালরা টুলস টি ব্যবহার করে লিনাক্সে।
আমি এটা টারমাক্সে ইনস্টল এবং কিভাবে ব্যাবহার করতে হয় তা এই পোস্টে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করবো।
পোস্টটি ভালোভাবে পড়লে এটা খুব সহজ আপনিও করতে পারবেন।
তাহলে আমরা শুরু করি,
প্রথমত টারমাক্সে এসে নিচের কম্যান্ড গুলো একটা একটা করে এন্টার করুন?
$apt update
$apt upgrade
$apt install man
$apt install crunch
প্যাকেজ গুলা সম্পূর্ণভাবে ইনস্টল করার পর
$man crunch টাইপ করে এন্টার করুন
নিচের ছবির মতো CRUNCH ব্যবহারের নিয়ম গুলা পেয়ে জাবেন।
এরপর CTRL + Z প্রেস করে man প্যাকেজে টা ক্লোস করবেন।
পাসওয়ার্ড লিস্ট মেক করার জন্য কমান্ড লিখার নিয়ম টা হলো :
crunch 6 6 abcdefg1234*# -o password.txt
আপনাদের বুঝার সুবিধার্থে বাংলায় আরেকবার :
[প্রথমে crunch টাইপ করবেন] [এরপর আপনি সর্বনিম্ন কত সংখ্যা থেকে পাসওয়ার্ড মেক করা শুরু করবেন সেই সংখ্যা টাইপ করবেন] [এরপর আপনার পাসওয়ার্ড সর্বোচ্চ কত সংখ্যার হবে সেটা টাইপ করবেন] [আপনার পাসওয়ার্ড গুলো কোন কোন ক্যারেক্টর এর মাদ্ধমে বানাতে চান তা দিবেন যেমন abc123#+*] [এরপর -o টাইপ করবেন আউটপুট ফাইল এর জন্য] [এরপর অউটপুট ফাইল এর নাম দিবেন, অবশ্যই নামের শেষে .txt লিখবেন ]
এরপর এন্টার করলে আপনার পাসওয়ার্ড মেসিকিং স্টার্ট হবে.
কমপ্লিট হলে নিচের মতো দেখতে পাবেন
.
আপনার পাসওয়ার্ডলিস্ট রেডি, এটা আপনি টারম্যাক্সের হোম ডিরেক্টরি তে পেয়ে যাবেন।
এবং ইন্টারনাল স্টোরেজ কপি করে ব্রুটফোর্সএর জন্য ব্যবহার করতে পারবেন।
আশা করছি আপনি বুঝেছেন, না বুঝে থাকলে কমেন্ট করুন।
ধন্যবাদ।




2 Comments
Passwor. Txt File বানার নিয়মটা vedio দিলে খুব উপকার হইতো
ReplyDeletePlz fb id hacking ki vabe korte hoy seta bolen
ReplyDelete