Termux Helpline

How To Install Ngrok In Termux No Hotspot, No Error, No Need ngrok Account



আপনারা অনেকেই Termux এ ngrok ব্যবহার  করেন পোর্ট ফরওয়ার্ড করার জন্য। 

কিন্তু এটার জন্য মোবাইল এর Hotspot  অন করতে হয়। 

যারা ফোনে WiFi ব্যবহার করেন তারা আবার ngrok ব্যবহার করতে পারেন না। 

কারন WiFi আর Hotspot একসাথে অন করা যায়না।

আপনি যদি এই সমস্যাতে পরে থাকেন তাহলে পুরো পোস্ট টা  মনোযোগ দিয়ে পড়ুন ?


১. প্রথমে আমাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে।  নিচে থেকে ডাউনলোড করুন ?

DOWNLOAD NOW


২. এরপর ফাইল টা  এক্সটার্ট করে ngrok নামের একটা ফাইল পাবেন। ফাইল টা কপি করে  ইন্টারনাল মেমরি এর হোম এ রাখুন। 



৩. এবার Termux  ওপেন করুন এবং নিচের কম্যান্ড টা এন্টার করুন 

$ termux-setup-storage

কোনো পার্মিসন চাইলে allow করে দিবেন। 


৪. এখন টাইপ করুন 

$cd /sdcard 

নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন ?


$cp ngrok /$HOME


$cd $HOME

$ls

$chomd +x ngrok


এখন দেখবেন ngrok এর কালার সবুজ হয়ে গেসে। 

আমাদের ngrok সেটআপ কমপ্লিট। 


এখন এটা পরীক্ষা করার পালা 


টাইপ করুন 

$./ngrok http 8080








দেখুন ngrok দিয়ে পোর্ট ফরওয়ার্ড করা যাচ্ছে Hotspot অফ থাকার পরেও। 

আশা করসি আপনি পেরেছেন। 

না পারলে ভিডিও দেখে চেষ্টা করুন?



ধন্যবাদ। 

Post a Comment

0 Comments